President's Message




আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
মুসলিম উম্মাহর চরম সঙ্কটকালে ১৯৯৭ সালে “এস. এ. চৌধুরী ট্রাস্ট” তার মিশনারী কাজ শুরু করে। জাতির খিদমতের নিয়তে এবং সত্যিকার ইসলামকে প্রচারের লক্ষে বীর চট্টলার হালিশহর থানার অন্তর্গত বসুন্ধরা আবাসিকে “দারুল ইরফান দাখিল মাদরাসা” নামে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করি। অনেক চেষ্টা-প্রচেষ্টার পর যা বর্তমানে বহুতল ভবনে রূপ নিয়েছে। যা অত্যন্ত মনোরম ও শিক্ষাবান্ধব পরিবেশে পাঠদান করে আসছে। অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নের মাধ্যমে শিক্ষার্থীরা কুরআন-হাদিসের প্রকৃত জ্ঞান অর্জনের পাশাপাশি বর্তমান তথ্য প্রযুক্তির যুগে বিচরণ করবে বলে আমি আশা করছি। শিক্ষার্থীদের মাঝে ইসলামিক মূল্যবোধ, দায়িত্ববোধ, এবং দেশপ্রেম উজ্জীবিত করে জ্ঞানের প্রকৃত অনুরাগী ও প্রতিশ্রুতিশীল পেশাজীবী, সর্বোপরি সুন্দর ও আলোকিত জাতি, ইসলামিক সমাজ বিনির্মাণের লক্ষে শিক্ষাদান করাই আমাদের প্রত্যাশা।
তাই সম্মানিত অভিভাবকগণ, আপনার সন্তানকে যে কোন প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে আমাদের “দারুল ইরফান দাখিল মাদরাসা” পরিদর্শনের আমন্ত্রণ রইল।
নুরুল আবছার চৌধুরী
প্রতিষ্ঠাতা সভাপতি, পরিচালনা পর্ষদ, অত্র মাদরাসা